You are currently viewing ওয়েবসাইটের ডাটা ব্যাকআপ

ওয়েবসাইটের ডাটা ব্যাকআপ

প্রিয় উদ্যোক্তা বন্ধু,

আপনার ওয়েবসাইট যেকোন কোম্পানী দিয়ে তৈরী করার পূর্বে কিছু বিষয় শতভাগ নিশ্চিত করে নিন। যেমনঃ

১। ডাটা ব্যাকাপ প্রসেস সম্পর্কে জেনে নিতে হবে। ডাটা ব্যাকাপ ছাড়া আপনার সাইট যদি কখনো টেকনিক্যাল ইস্যু ফেইস করে অথবা হ্যাকিং এর শিকার হয় তখন আপনার মূল্যবান ডাটা আর ফিরে পাবেন না। চেষ্টা করবেন যেন অয়েবসাইটের ডাটা শিডিউল ব্যাকাপ থাকে। এতে করে হ্যাকিং বা টেকনিক্যাল ইস্যু ফেইস করার পর যে কোন সময় অয়েবসাইট রিস্টোর করে নিতে পারবেন। আমরা টপার আইটি থেকে কাজ শেষ করে আমাদের ডেভেলপার দ্বারা একটি মাস্টার ব্যাকআপ কপিও কাস্টোমারকে দিয়ে দেই অতিরিক্ত সতর্কতা স্বরূপ।

২। হোটিং স্পিড যাতে ভালো হয়। ই-কমার্স ওয়েবসাইটের জন্য ভালো স্পিড ছাড়া ব্যবসা করা অসম্ভব। এর জন্য আপনার হোস্টিং স্পিড এবং ব্যান্ডউইথ সম্পর্কে জেনে নিতে হবে। মনে রাখবেন তাই বলে শুধু হোস্টিং স্পিড ভালো থাকলেই হবে না যথার্থভাবে সাইটের স্পিড অপটিমাইজেশন করিয়ে নিতে হবে।

৩। হ্যাকিং প্রতিরোধ করার মত সিস্টেম ইন-বিল্ট করা থাকতে হবে। আপনি হয়তো বলতে পারেন সাইট কে বা কারা হ্যাক করবে? আসলে হ্যাকাররা শুধু সাইটের নিয়ন্ত্রণ নিয়ে ওয়েবসাইটের ওনারের কাছে টাকা/ ডলার দাবি করার জন্যই হ্যাক ‍করে না। তারা আপনার ওয়েবসাইট, কন্টেন্ট, ইমেইল বা সি-প্যানেল ব্যবহার করে অনেক আন-ইথিক্যাল কাজ করে থাকে যা হয়তো আপনাকে ইন্টারনেট দুনিয়ায় বিপর্যয়ে ফেলে দিতে পারে। তাই সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চিত করুন।

কর্পোরেট লেভেলের ই-কমার্স ওয়েবসাইট, অ্যাপস ও সফটওয়্যার ডেভেলপ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন: +88 01324-291911

Leave a Reply